নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ময়মনসিংহের নান্দাইলে ফ্যাসিস্টের আদলে নতুন মামলাবাজ নেতার আবির্ভাব!

হুমায়ূন কবির,ময়মনসিংহ প্রতিনিধি

নান্দাইল উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের টখিয়ে আওমীলীগকে পূর্ণবান করায় ত্যাগীরা কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা আওমীলীগ মিশ্রিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে।

ত্যাগীদের নেজ্য দাবি না মেনে চলমান আন্দোলন বানচাল করতে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের স্টাইলে ত্যাগীদের বিরুদ্ধে মিত্যা বানোয়াট মামলা দায়ের করেছে উক্ত কমিটির আহ্বায়ক ইয়াসের খান। যাদের নামে তিনি মামলা দিয়েছেন বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করায় একেকজনের নামে সর্বোচ্চ ৪৫ টি সর্বনিম্ন ৩ টি মামলা দিয়েছিলো ফ্যাসিস্ট আওমীলীগ। দুঃখজনক হলেও সত্য আজ যখন আওমীলীগ নেই, তখন এই ত্যাগীদের বিরুদ্ধে আওয়ামীলীগের ভুমিকায় নান্দাইল বিএনপির এই আহ্বায়ক ইয়াসার খান।

অতএব,বিগত ১৭বছর নান্দাইল উপজেলায়, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো চেনা মুখ, জনাব এ এফ এম আজীজুল ইসলাম পিকুল সহ সকল নেত্রীবৃন্দের বহিষ্কার আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার চায় বিএনপির ত্যাগী নেতা কর্মীরা।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ