
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৪ মার্চ’২৫ শুক্রবার বিকেল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩নং পুর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ইউনিয়ন সভাপতি মুফতি আজিজুল হক এর সভাপতিত্বে গজারিয়া বাজার ঈদগাহ ময়দানে ইফতার মাহফিল ও ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি বাছির উদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা দক্ষিণ শাখা সহ-সভাপতি মুফতি সুহাইল কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা দক্ষিণ শাখার সেক্রেটারি জনাব নুরুল আমিন মিরাজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উত্তর শাখা সভাপতি হাফেজ নাজমুল হাসান, দক্ষিণ সভাপতি হাফেজ মাওলানা আবু রায়হান, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকরাম হোসেন মানিক,
৮নং জয়লস্কর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ, ২ নং রাজাপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ জুয়েল সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
এসময় মুফতি বাছির উদ্দিন মাহমুদ ৩নং পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির
সভাপতি: মুফতি আজিজুল হক
সহ-সভাপতি: হাফেজ মাওলানা মহিউদ্দিন
সেক্রেটারি: মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী