
রুকন উদ্দিন
নেত্রকোণার কেন্দুয়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও ভোজ্যতেলের চাহিদা পূরণের লক্ষ্যে কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের তত্ত্বাবধানে ২০২৪/২৫ অর্থবছরে তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা কেন্দুয়া উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনের প্রথম দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে।
প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণা জেলার উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান।
এসময় তিনি বলেন, “তেলজাতিয় ফসলের ব্যাপক সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের ভোজ্যতেলের চাহিদা মেটানো সম্ভব। প্রত্যেক পরিবারে প্রতিমাসে অন্তত ১ লিটার সরিষার তেল খাওয়া ও ব্যবহারের অভ্যাস গড়ে তোলা জরুরি, যা সু-স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
প্রথম দিনের প্রশিক্ষণে এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রকল্প মনিটরিং অফিসার খায়রুল আমীন, উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণী ও সাংবাদিকগণ।
প্রকল্পের লক্ষ্য হচ্ছে, প্রচলিত শস্য বিন্যাসে স্বল্পমেয়াদী তেল ফসলের আধুনিক জাত অন্তর্ভুক্ত করে আবাদী এলাকা ১৫-২০% বৃদ্ধি করা, হেক্টর প্রতি ফলন ১৫-২০% বাড়ানো এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রজনন বীজের ব্যবহার নিশ্চিত করা। এছাড়াও ব্লকভিত্তিক কৃষক গ্রুপ গঠনের মাধ্যমে তেল ফসলের আবাদ সম্প্রসারণ ও টেকসইকরণ ও উৎপাদন বৃদ্ধি করে দেশের ভোজ্যতেল আমদানির ওপর নির্ভরতা হ্রাস করার ওপর গুরুত্ব দেয়া।