
আব্দুর রহমান রাসেল ; রংপুর ব্যুরো।।
রংপুরের বাঁশ বাগান, পুকুর ও আবাদী জমির সামনে ঘেরা দিয়ে রাখার অভিযোগ উঠেছে জাপা নেতার বিরুদ্ধে।
রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে
প্রত্যন্ত পল্লীতে পারিবারিক ও জমি-জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধের জের ধরে জাপার নেতা জাবেদ আলীর লোকজন দিয়ে কৃষক এমদাদ হোসেনের বাঁশ বাগান, পুকুর ও আবাদীর জমির সামনে ঘেরা দিয়ে দখলের পাঁয়তারা চালাচ্ছে।
জানা গেছে,নঐ কৃষকের সাত বিঘা জমি প্রায় এক বছর ধরে অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও কোন প্রতীকের না পাওয়ায় মানবতার জীবনযাপন করছেন।
কৃষক এমদাদ হোসেনের অভিযোগের ভিত্তিতে জানা যায়, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের কুতুব্বাস গ্রামের মৃত বাবার আলীর অংশীদারী ও ক্রয় সূত্রে ০১ একর ৯৪ শতক জমির মালিক। দীর্ঘ দিন ধরে চাষাবাদ করে আসছে তার পুত্র।
জমির উপর নজর পড়ে স্থানীয় কৈকুড়ী ইউনিয়নের জাতীয় পার্টির সাধারন সম্পাদক কুতুব্বাস গ্রামের আব্দুর রহমানের ছেলে জাবেদ আলী ও তার ভাইদের।
স্থানীয়রা জানায়,পারিবারিক ভাবে জমি-জমা নিয়ে বিরোধ সৃষ্টি করে কৃষক এমদাদ হোসেনের মালিকানাধীন জমি দখলের চেষ্টা চালাতে থাকে এবং ওই জমির সামনে ঘেরা দিয়ে বেআইনীভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
এমদাদ হোসেন বলেন, মালিকানাধীন ০১ একর ৯৪ শতক জমি। জমি দেয়া ঘেরা অপসারন করা না হলে আমি ও আমার পরিবার চরম ভোগান্তি পড়তে হবে। এজন্য প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি যেন সমাধান করে দেয়।
জাপা নেতা জাবেদ আলী বলেন, জমি জবর দখলের চেষ্টা এবং চাষাবাদে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়নি। নিরাপত্তার জন্য নিজের জমিতে ঘেরা দিয়েছি।
কৈকুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আলম বলেন, স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি নিরসনের জন্য চেষ্টা করেছি কোন পক্ষই রাজি না হওয়ায় সমাধান করা সম্ভব হয়নি।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনার বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বলেন, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।