
মুহাম্মদ মোশাররফ হোসাইন।
অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। একইসঙ্গে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জনগণের জান-মালের নিরাপত্তা, অশ্লীলতা ও বেহায়পনা নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছে দলটি।
আজ ১ মার্চ-২০২৫ শনিবার বিকেল ৪টায় খেলাফত মজলিস ফেনী শহর শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলি মিল্লাত বলেন , মহান আল্লাহ রমজান মাসে রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানের ওপর ফরজ করেছেন। একমাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহর ভয়, আত্মিক পরিশুদ্ধতা ও শারিরীক সুস্থতা অর্জন করে। এই মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে। তাই এই মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য। বিশেষ করে মুসলিম দেশের সরকার প্রধানের এই ক্ষেত্রে দ্বায়িত্ব অনেক বেশি।
তিনি আরো বলেন, জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।
স্বাগত মিছিলে শেষে শহিদ মিনার চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা আবদুর রহীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা সানা উল্লাহ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, ইসলামী যুব মজলিস ফেনী জেলা শাখার আহবায়ক মুহাম্মদ সা’দ উদ্দিন, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুল্লাহ আল নাঈম।