নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় 

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা):

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নিখোঁজ নেতা বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সহধর্মিণী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেগম তাহসিনা রুশদীর লুনা।

সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে ঈদুল আজহা উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এর আগে এক সংক্ষিপ্ত পারিবারিক সফরে নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী এঁর আমন্ত্রণে তাঁর পৌর শহরের বাসভবন “হিলালী প্যালেসে” বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম তাহসিনা রুশদীর লুনা অবস্থান করেন।

“হিলালী প্যালেসে” বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী’র মধ্যে রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

পরবর্তীতে ওইদিন অর্থাৎ সোমবার রাত ৮টার দিকে নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে প্রেসক্লাব কার্যালয়ে আসেন।

শুভেচ্ছা বিনিময়ের এক ফাঁকে বেগম তাহসিনা রুশদীর লুনা বলেন- প্রায় ১৭ বছর পর আমরা মুক্তির পথ ফিরে পেয়েছি। ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির পূর্ণ সমর্থন ছিল বলেই বিগত আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। আজ দেশের জনগণ মুক্ত। সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। তিনি ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বকে আরো শক্তিশালী করার জন্য সকলকে হিলালীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।

জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী বলেন- আজকে আমার অনেক খুশি ও আনন্দ লাগছে। দীর্ঘ ১৭টি বছর পর নিজ এলাকার মানুষদের নিয়ে একসাথে ঈদুল আজহা উদযাপন করতে পেরেছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া।

এসময় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, দেশ টিভির বার্তা সম্পাদক মশিউর রহমান বাবু, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ