
ইজহারুল ইসলাম, নোবিপ্রবি সংবাদদাতা।।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রশিবির এর উদ্যোগে অসচ্ছল পরিবার ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কোরবানির গোশত বিতরণ এবং ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
রবিবার (৮ জুন) ঈদের ২য় দিন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় অসচ্ছল পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করে নোবিপ্রবি ছাত্রশিবির। পাশাপাশি ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ভাষা শহীদ আব্দুস সালাম হল ডাইনিং এ মধ্যাহ্নভোজের আয়োজনও করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোবিপ্রবি শাখা।
প্রতিবছরের ন্যায় এবারও এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিবির নেতৃবৃন্দ। নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও আমরা পবিত্র ঈদুল আজহার মহিমায় উদ্ভাসিত হয়ে এই গোশত বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করতে পেরে আনন্দিত। ছাত্রশিবির শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম যা সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশ্বাসী। কোরবানির এই গোশত বিতরণের মাধ্যমে আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে চেয়েছি।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আনসার ভাইদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা দিনরাত আমাদের বিশ্ববিদ্যালয়ের সেবায় নিয়োজিত থাকেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের শ্রম সার্থক। আমরা বিশ্বাস করি, ত্যাগের এই মহৎ বার্তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক এবং পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হোক।
আমরা আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি এমন একটি মহৎ কাজ সম্পন্ন করার তাওফিক দেয়ার জন্য। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে ছাত্রশিবির আগামীতেও ইনশাআল্লাহ জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে।”