
মুহাম্মদ মোশাররফ হোসাইন।
ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে শহীদ মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে গণ ঈদ উদযাপন। শনিবার (৮ জুন) ফেনী পাইলট স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ৫০০ জন গরীব ও অসহায় মানুষের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে ঈদের আনন্দের ছোঁয়া পৌঁছে দিতে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজনকে ঘিরে উপস্থিত সবাই ছিল আনন্দিত ও আপ্লুত।
শহীদ মাসুদ ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, ঈদ শুধু ধনী-গরীবের পার্থক্য নয়, এটি হলো ভালোবাসা, সহমর্মিতা ও একসাথে থাকার প্রতিচ্ছবি। এ আয়োজনের মাধ্যমে তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
এ ধরনের মহৎ উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।