নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ফেনীতে শহীদ মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে গণ ঈদ উদযাপন

মুহাম্মদ মোশাররফ হোসাইন।

ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে শহীদ মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে গণ ঈদ উদযাপন। শনিবার (৮ জুন) ফেনী পাইলট স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ৫০০ জন গরীব ও অসহায় মানুষের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে ঈদের আনন্দের ছোঁয়া পৌঁছে দিতে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজনকে ঘিরে উপস্থিত সবাই ছিল আনন্দিত ও আপ্লুত।

শহীদ মাসুদ ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, ঈদ শুধু ধনী-গরীবের পার্থক্য নয়, এটি হলো ভালোবাসা, সহমর্মিতা ও একসাথে থাকার প্রতিচ্ছবি। এ আয়োজনের মাধ্যমে তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এ ধরনের মহৎ উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ