নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নালিতাবাড়ীতে গ্রামীণ ফোনের এসআর এজেন্টদের টাকা নিয়ে উধাও

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর।।

শেরপুরের নালিতাবাড়ীতে গ্রামীণ ফোন কোম্পানির এসআর মফিজুল হক বিভিন্ন এজেন্সি থেকে প্রায় ৪ লাখ টাকা নিয়ে উধাও।
গ্রামীন ফোনের এই কর্মি নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে।

আবুল কালাম নামে জৈনক এক এজেন্সির মালিক নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদীর লিখিত অভিযোগে সূত্রে জানা গেছে, মফিজুল হক গ্রামীণ ফোনের এস আর হিসেবে তাদের পরিচিত ছিলো। সেই সুবাধে বিভিন্ন এজেন্সি ও ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ীরা তার সাথে বিকাশে লেনদেন করতেন।
এমতাবস্থায় গত ৩১মে তারাগঞ্জ দক্ষিণ বাজার নিতাইখালী চেয়ারম্যান সড়কের কালামের দোকান থেকে ১ লাখ ৫০ হাজার ও টিএন্ডটি সড়কে জাহিদুল ইসলাম রাসেলের দোকান থেকে ১লক্ষ ৩০হাজার টাকা সেন্টমানি গ্রহন করে।
তার পরের দিন টাকা দেওয়া কথা বলে চলে যায়। ইতিপূর্বে এরকম ভাবে তাদের লেনদেন হতো বলে জানায় আবু কালাম ও রাসেল। কিন্তু পরের দিন টাকা পরিশোধ না করে লাপাত্তা হয়ে যায় গ্রামীন ফোনের এস আর মফিজুল হক।

গ্রামীণ ফোন সিম কোম্পানির ম্যানাজার মিনরুল ইসলামের সাথে কথা হলে তিনি মফিজুল হক ২০২৪ ইং তারিখে কোম্পানির এস আর হিসেবে যোগদান করেন, কিন্তু চলতি বছর ২৮ মে থেকে এস আর মফিজুল অনুপস্থিত রয়েছেন বলে জানান। ম্যানাজার মনিরুল ইসলাম স্বীকার করেন এজেন্টদের টাকা মেরে লাপাত্তার খবরটি শুনেছেন।
এব্যাপারে মফিজুল হকের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোন নাম্বারে যোগাযোগ করা হলে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অনুসন্ধানে গিয়ে জানা যায়, মফিজুল হক এজেন্টদের সাথে এ রকম লেনদেন করে বিশ্বাস স্থাপন করে বড় অংকে টাকা মেরে উধাও হয়েছেন। সে বিদেশে যাওযার উদ্দেশ্য নিয়ে এ ধরনের কাজ করেছে বলে মন্তব্য করছেন এজেন্ট ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবসায়ীরা এ বিষয়ে আইন প্রয়োগকারি সংস্থা সহ সংশ্লিষ্ট কোম্পানির হস্তক্ষেপ কামনা করেন।

 

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ