
এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব।।
ফেনীর ছাগলনাইয়ায় স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী হাফেজ আহাম্মদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায় উত্তর যশপুর গ্রামের মিজি বাড়ির কুয়েত প্রবাসী আবুল কালামের মেয়ে নাবিহা তাওসিন রাইসার (১৯) সাথে পুর্ব দেবপুর গ্রামের নুর ইসলাম আজম এর পুত্র হাফেজ আহাম্মদের গত ২০২৪ সালের ১৭ মে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে হয়।
বিয়ের পর থেকে যৌতুক দাবীসহ পারিবারিক নানা কারনে নাবিহা তাওসিন রাইসার উপর স্বামী ও শশুড় বাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এ ব্যাপারে স্ত্রী নাবিহা তাওসিন রাইসা বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত স্বামী হাফেজ আহাম্মদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।
সোমবার রাত সোয়া ২টায় পুর্ব দেবপুর গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে হাফেজ আহাম্মদকে গ্রেপ্তার করে।