নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

কেন্দুয়া-আটপাড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা- ইঞ্জিঃ মুখলেস তালুকদার

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একে অপরের পাশে দাঁড়ানো, ভালোবাসা ও ত্যাগের এক মহোৎসব। এই পবিত্র উপলক্ষকে ঘিরে নেত্রকোণার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার প্রতিটি মানুষের প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- কেন্দ্রীয় তরুণ প্রজন্ম দলের সভাপতি, বাবর মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, দ্য ইন্সটিটিউসন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, পেশাজীবি সংগঠন এ্যাব/আইইবির সাবেক কেন্দ্রীয় নেতা, বুয়েটের সাবেক মেধাবী ছাত্রনেতা ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুখলেস তালুকদার।

মেধাবী প্রকৌশলী এবং তরুণ সমাজের প্রেরণা ইঞ্জিনিয়ার মুখলেস তালুকদার বৃহস্পতিবার (৫ জুন) এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে জানান- “ঈদুল আজহা কেবল একটি উৎসব নয়, এটি আত্মত্যাগ, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার এক অনুপম বার্তা বহন করে। এই দিনে আমাদের উচিত—শুধু নিজের পরিবার নয়, চারপাশের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। যাতে সবার ঈদ হয় আনন্দময়।”

“আমার প্রাণপ্রিয় কেন্দুয়া ও আটপাড়ার মানুষজনের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই—দুঃখে, সুখে, সংকটে ও সম্ভাবনায়। ঈদুল আজহার এই পবিত্র দিনে আমি কামনা করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, সুখী রাখেন এবং প্রার্থনা করি, আমাদের প্রিয় জনপদ কেন্দুয়া-আটপাড়া হয়ে উঠুক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির মডেল।”

আমি সবসময় চেয়েছি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে। উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট বা বিল্ডিং নয়, উন্নয়ন মানে মানুষের জীবনমানের পরিবর্তন। আমি যদি আপনাদের পাশে থেকে সেই পরিবর্তনের সহযাত্রী হতে পারি—এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”

শেষে তিনি কেন্দুয়া ও আটপাড়ার প্রতিটি মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী শনিবার (৭ জুন) সারাদেশে একযোগে পালিত হবে ঈদুল আজহা।
“পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা। ঈদ মোবারক!”

ইঞ্জিনিয়ার মুখলেস তালুকদার শুধু একজন পেশাদার প্রকৌশলীই নন, বরং তিনি হচ্ছেন এক মানবিক নেতৃত্বের প্রতীক। তরুণদের মধ্যে তার প্রভাব দিন দিন বেড়েই চলেছে। শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে তার ভূমিকা প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই তাঁর শুভেচ্ছা বার্তাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, স্থানীয় যুবক-তরুণসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই বার্তাকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ