নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

সীমান্তে ৬ মাসে ২ কোটি টাকার মাদক জব্দ: ফেনী বিজিবি

নুর হোসেন, ফেনী।।

ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গত ছয় মাসে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪ বিজিবি’র টহল দল ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ভারতীয় হুইস্কি, গাঁজা, বিয়ার, ফেন্সিডিল, ইয়াবা এবং টার্গেট ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ৬৪ হাজার ৯০৫ টাকা বলে জানায় বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, বলেন, “সীমান্ত এলাকায় যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবি সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ