নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ঈদযাত্রায় স্বস্তি, নেই যানজট

নুর হোসেন, ফেনী।

ঈদুল আজহা সামনে রেখে ঢাকাগামী ও চট্টগ্রামগামী যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এর ফলে ফেনীর ৩১ কিলোমিটার মহাসড়কজুড়ে আজ সকাল থেকে কোনো যানজটের চিত্র দেখা যায়নি।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য ও সেনাবাহিনী মাঠে রয়েছে। মহিপাল অংশে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) কবির জানান, “যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে।”

সাধারণ যাত্রী ও চালকরা মহাসড়কে শৃঙ্খলাপূর্ণ চলাচল এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এবার ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পুরো ঈদ মৌসুমজুড়ে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ