
নুর হোসেন, ফেনী।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে “দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।
সেমিনারে জেলা ক্রীড়া অফিসার, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিদেশগমনেচ্ছু যুবকেরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সেমিনারে দক্ষতা উন্নয়ন প্রকল্প, বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা ও যুব সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।