
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা):
আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামী শনিবার সারাদেশে একযোগে পালিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের ২ হাজার ৯০ জন হতদরিদ্র সুবিধাভোগীর মাঝে মাসকা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জুন) চাল বিতরণ শুভ উদ্বোধন করেন- মাসকা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেন্দুয়া উপজেলার প্রধান প্রকৌশলী (এলজিইডি) মো. আল-আমিন সরকার।
এসময় মাসকা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আল-আমীন সরকার বলেন- গত কয়েকমাস ধরে আমি মাসকা ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে আছি। আমি সবসময় চেষ্টা করি আমার ইউনিয়নবাসীর জন্য সরকারের বরাদ্দকৃত সকল সুযোগ-সুবিধা সুন্দর ও সুষ্ঠুভাবে তাদের হাতে তুলে দিতে। তারই ধারাবাহিকতায় আজকে ২ হাজার ৯০ জন হত-দরিদ্র, দিনমজুর, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার লক্ষে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ এর চাল অত্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ, সংরক্ষিত মহিলা সদস্যঘণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে খুব সুশৃঙ্খলভাবে বিতরণ করতে সক্ষম হয়েছি।
চাল বিতরণকালে ইউপি সদস্য মো. আব্দুল্লাহ সহ অন্যান্য সদস্যগণ, সংরক্ষিত মহিলা সদস্যগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ পরিষদ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন।