
মো:রফিকুল ইসলাম,নড়াইল।।
নড়াইল সদর উপজেলায় কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে হাট ইজারাদারের ছয়জনকে ৩৬ হাজার টাকা জরিমানা।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার কোরবানির পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মনোয়ারুল আলম এসব জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকেলে সেনাবাহিনী নড়াইল ক্যাম্পের একটি দল মাদ্রাসা বাজার পশুর হাটে নজরদারি চালায়। এসময় হাটে আসা সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী প্রাথমিকভাবে হাট কমিটিকে সতর্ক করে সর্বসাধারণের উদ্দেশ্যে মাইকে ঘোষণার মাধ্যমে সচেতনতা মূলক বার্তা প্রচার করে।
এরপরও হাট কমিটির ছয়জন সদস্যকে অতিরিক্ত ১০০ টাকা করে হাসিল আদায়ের সময় হাতেনাতে আটক করেন,সেনাবাহিনী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে নড়াইল সদরের বাসিন্দা অভিযুক্ত মফিজ শিকদার,সুলতান খান ও তরিকুল ইসলাম প্রত্যেককে ১০ হাজার করে এবং উজ্জ্বল মিনা,রাজিব শিকদার ও তুহিনকে ২ হাজার টাকা করে জরিমানা করেন,ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মনোয়ারুল আলম বলেন, নড়াইল সদরের মাদ্রাসা বাজার পশুর হাটে ছয়জন অভিযুক্ত ক্রেতা বিক্রেতা উভয়ের থেকে অতিরিক্ত হাসিল আদায় করছিলেন। যেখানে শুধুমাত্র ক্রেতার থেকেই সরকার নির্ধারিত ফি নেয়ার কথা ছিল।
ঘটনাস্থলে তারা নিজেদের দোষ স্বীকার করেছেন। তাদের জরিমানা করা হয়েছে,পাশাপাশি হাট কমিটিকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।