নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা):

আসন্ন আগামী ৭জুন শনিবার সারাদেশে একযোগে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম কেন্দুয়া উপজেলাবাসী, সকল গণমাধ্যমের কর্মীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (৪ জুন) এক যৌথ শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, “ঈদুল আজহা ত্যাগ, কুরবানি, সহানুভূতি ও মানবতার শিক্ষা দেয়। সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে আমাদের এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।”

তাঁরা আরও বলেন, “এই ঈদ হোক হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের দিন। সামর্থ্যবানরা যেন কুরবানির আনন্দ গরিব-দুঃখীর সঙ্গে ভাগাভাগি করেন, এটাই এই উৎসবের মূল শিক্ষা।”

সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম বলেন, “কেন্দুয়া প্রেসক্লাব সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসেবায় কাজ করে যাচ্ছে। আমরা ঈদুল আজহার পবিত্র দিনে সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি”, ঈদ মোবারক।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ