
এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোনে কথা বলার সময় বাসের জানালা দিয়ে মাথা বের করে রাখায় এক অজ্ঞাত যুবক ৪৫ নিহত হয়েছেন। মঙ্গলবার ৩ জুন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১৫-৬৬৬৯ নম্বরের একটি যাত্রীবাহী বাসে করে যাত্রীটি নরসিংদী যাচ্ছিলেন। পথে তিনি জানালা দিয়ে মাথা বের করে মোবাইলে কথা বলছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কভারভ্যান (বাগেরহাট- ড-১১-০০০২) বাসের খুব কাছ ঘেঁষে যাওয়ায় যাত্রীর মাথা কভারভ্যানে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথার কিছু অংশ ছিটকে পড়ে।
রূপগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।###