নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।।

পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক, রোটারি ক্লাবের সক্রিয় সদস্য ও মানবিক কাজে অগ্রণী ভূমিকা রাখা রোটারিয়ান এম. নাজমুল হাসান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবতার কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করার শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমাদের উচিত সহমর্মিতা, ভালোবাসা ও সৌহার্দ্যের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া।”

রোটারিয়ান এম নাজমুল হাসান আরও বলেন, “আসুন, আমরা সকলে ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ধারণ করি—পরস্পরের পাশে দাঁড়াই, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাই। এটাই হোক আমাদের কোরবানির প্রকৃত মানে।”

সামাজিক ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সম্পৃক্ত রোটারিয়ান এম. নাজমুল হাসান বিশ্বাস করেন, উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতেই ঈদের প্রকৃত তাৎপর্য পরিপূর্ণ হয়। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন, যাতে ঈদের আনন্দ হয়ে উঠতে পারে সার্বজনীন। ঈদ মোবারক!

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ