
নুর হোসেন, ফেনী।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেনী জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। সোমবার (০৩ জুন) তিনি জেলার বিভিন্ন হাট ঘুরে দেখেন এবং ইজারাদার, গরু ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, “গরু ক্রয়-বিক্রয়ের সময় প্রতারক চক্র সক্রিয় থাকতে পারে, তাই সবাইকে সচেতন থাকতে হবে। জাল টাকা সনাক্ত করার জন্য হাটে বিশেষ মেশিন রাখা হয়েছে—প্রয়োজনে পুলিশকে জানিয়ে সহায়তা নেবেন।”
তিনি আরও বলেন, “গরু কেনাবেচায় কোনো সমস্যা বা প্রতারণার শিকার হলে সাথে সাথে ফেনী জেলা পুলিশকে অবহিত করার অনুরোধ রইল।”
পুলিশ সুপারের এ হাট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী।
জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাটে আগত ব্যবসায়ী ও সাধারণ জনগণ।