
এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংকের এক নারী কর্মী ও দুই মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
সোমবার (০২-৬-২০২৫ইং ) দুপুরে উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাসরিন আক্তার চম্পাকে নিজ বাড়ি থেকে এবং দাউদপুর ইউনিয়ন মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও যমুনা ব্যাংক কাঞ্চন শাখার অফিস সহায়ক মারুফা আক্তার সুমিকে তার কর্মস্থল ব্যাংক থেকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃত দুই নেত্রী রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং মহিলা লীগ কর্মীদের সংগঠিত করে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় সরকারবিরোধী প্রচারণা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানায়, মারুফা আক্তার সুমি ও দাউদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোতালিবের সাথে অনৈতিক সম্পর্ক ছিলো। তাদের হাত ধরে মাদকেরও চলতো রমরমা বানিজ্য।
তাছাড়া তাদের দুজনের নেতৃত্বে জুলাই আন্দোলনের সময় কাঞ্চন- ব্রাক্ষনখালী এলাকায় ছাত্রদের পথ রোধ করে মারধরসহ বিভিন্ন নাশকতাও চালায়।
এছাড়া, ২০২৩ সালে তারাবো পৌরসভার এক বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগেও তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত শেষে দুইজনকেই আদালতে পাঠানো হয়েছে।