নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ফুলগাজীতে বিদ্যুৎ গেলেই নেটওয়ার্ক বন্ধ, বিকল্প ব্যবস্থার দাবিতে মানববন্ধন

মুহাম্মদ মোশাররফ হোসাইন, নিজস্ব সংবাদদাতা।। 

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন ফুলগাজীবাসী।

মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) ফুলগাজী উপজেলা সদর বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন উপজেলার সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। এতে জরুরি যোগাযোগ, অনলাইন ক্লাস, চিকিৎসা সেবা ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রযুক্তিনির্ভর এই যুগে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, মোবাইল অপারেটরদের উচিত ফুলগাজীতে নেটওয়ার্ক চালু রাখার জন্য জেনারেটর বা বিকল্প শক্তির উৎস স্থাপন করা। নইলে দুর্যোগকালীন সময় বা যেকোনো জরুরি পরিস্থিতিতে জনগণ মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

বক্তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোবাইল অপারেটরদের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি জানান—অবিলম্বে ফুলগাজীতে নেটওয়ার্ক সচল রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আয়োজকরা।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ