
ওমর ফারুক, মাটিরাঙ্গা সংবাদদাতা।।
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং সীমান্ত দিয়ে ফের ১৯ জন বাংলা ভাষাভাষী ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে ভারতের গোলমনিপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের সীমান্ত পার করিয়ে পাঠিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।
পুশইনকৃতরা সীমান্ত অতিক্রম করে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের কৃষ্ণদয়াল পাড়া এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে এবং বিষয়টি জানানো হয় স্থানীয় বিজিবি ক্যাম্পে। পরে কৃষ্ণদয়াল পাড়া বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং বর্তমানে তারা আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে অবস্থান করছেন।
মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম বলেন,তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যদি প্রমাণ পাওয়া যায় যে তারা প্রকৃত বাংলাদেশি নাগরিক, তাহলে আইনানুগ প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ববর্তী পুশইনের নজির:
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও কয়েক দফায় ভারতের বিএসএফ এই ধরনের পুশইন কার্যক্রম চালিয়েছে। ৭ মে: মাটিরাঙ্গার শান্তিপুর ও তাইন্দং সীমান্ত দিয়ে ৪২ জন
৭ মে: পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে ২৪ জন
২২ মে: রামগড় সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৫ জন বাংলাদেশে পুশইন করা হয়।
স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণে প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটতে থাকায় সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিকভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ও মানবাধিকারকর্মীরা।