
মুহাম্মদ মোশাররফ হোসাইন, নিজস্ব সংবাদদাতা।।
ফেনী-৩ আসনের অন্তর্গত দাগনভূঞা উপজেলার ৮ নং জায়লস্কর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব রামচন্দ্রপুর এলাকার প্রধান সড়কের বেহাল দশায় চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। দীর্ঘ ১৫ বছর ধরে এলাকাবাসী এই সড়ক সংস্কারের অপেক্ষায় থাকলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, গত ১৫ বছরে সড়কটির জন্য তিনবার বাজেট বরাদ্দ হলেও একবারও কাজ শুরু হয়নি। ফলে সড়কের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে, এখন গাড়ি চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষেরও পায়ে হেঁটে চলা কঠিন হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে এই ভোগান্তি আরও বহুগুণে বেড়ে যায়, রাস্তায় সৃষ্টি হয় কাদাজল ও গর্তের দুর্ভোগ।
স্থানীয় বাসিন্দা সিকদার মিয়া ক্ষোভ প্রকাশ করে বাংলা প্রেস মিডিয়াকে বলেন, প্রতিবার বাজেটের কথা শুনি, কিন্তু কাজের কোনো খবর নেই। নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে আর কেউ ফিরে তাকান না।
এলাকাবাসীর দাবি, অতিদ্রুত সড়কটি সংস্কার না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হবে। তাঁরা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের আহ্বান জানিয়েছেন।