নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

শেরপুরে বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর।।

শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে হাজেরা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৩১মে) দুপুরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা খাতুন একই এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের ঝড়-বৃষ্টির মধ্যে হাজেরা খাতুন তার নাতনীকে আনতে স্থানীয় হাজী মোড় এলাকার একটি মাদ্রাসায় যান। ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা নাতনী অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। পরে স্থানীয়রা ওই বৃদ্ধাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ