
মিজানুর রহমান, হবিগঞ্জ জেলা-
চুনারুঘাট উপজেলায় পানিতে ডুবে দুই সহোদরের একসাথে মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের পশ্চিম বড়াব্দা (নালপাড়) গ্রামের আরজু মিয়ার মেয়ে সাদিয়া আক্তার(৭) ও ছেলে নবিউর রহমান (৪) বাড়ির সামনের পুকুর পাড়ে খেলা করছিল। কোন এক সময় দুই অবুঝ পানিতে পড়ে গেলে সেখানেই ভাই বোনের মৃত্যু হয়। (৩১ মে শনিবার) বেলা ২ ঘটিকার সময় এই হৃদয় বিদারক দূর্ঘটনাটি ঘটে। দুই শিশুকে হারিয়ে বাবা আরজু মিয়া ও মা ওমেরা খাতুন পাগলের মত মাত্তম করছে। এলাকার শত শত লোকজন এই হৃদয় বিদারক ঘটনার খবর শুনে দেখতে চুখের পানি কেউ ধরে রাখতে পারেনি।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।