নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

মণিরামপুরে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নুরুল হক, মণিরামপুর, যশের।।

মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।

শুক্রবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে দলীয় ও কালোপতাকা উত্তোলন, জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং সর্ব স্তরের জনসাধারনের মধ্যে খাবার বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, হেরমত আলী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, বিএনপিনেতা আব্দুল হাই, অ্যাড. মকবুল ইসলাম, গাজী আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, জাহাঙ্গীর বিশ^াস, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, ইমরান নাজির, আইয়ুব আলী, ফরহাদ হোসেন, মাসুদ পারভেজ রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, পৌর কৃষক দল আহŸায়ক মোস্তফা আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক বিল্লাল গাজী, মহিলাদল নেত্রী লুৎফুন্নাহার, রওনক জাহান প্রমুখ।

অধ্যক্ষ মফিজুর রহমানের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া পৌরশহরের মোহানপুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়, তাহেরপুর ব্রিজের পাশে, দূর্গাপুর মোড়, দোলখোলা মোড়, রাজগঞ্জ মোড়, সরকারি কলেজ মোড়, গাংড়া মোড়, গরুহাট মোড়, হাকোবা মোড়, কেন্দ্রীয় মসজিদের সামনে, পৌরসভার সামনে, উপজেলা পরিষদের সামনেসহ বিভিন্ন ইউনিয়নেও অনুরূপভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়।

 

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ