নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

কেন্দুয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

কেন্দুয়া (নেত্রকোণা)সংবাদদাতা।।

 

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়।

শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, “জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পাঠ করেন- জেলা ওলামা দলের সহ-সভাপতি হাফেজ মো. আতাউর রহমান কাদেরী।

এসময় বিএনপির সিনিয়র নেতা মো. মোসলেম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার), সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম হাবিব, ১১নং চিরাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম জরিপ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাঈন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জাসাসের সভাপতি গোলাম মোস্তফা হাবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম ভূঞা, পৌর শ্রমিক দলের সভাপতি মো. শহিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ