
মুহাম্মদ মোশাররফ হোসাইন, নিজস্ব সংবাদদাতা।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
গতকাল গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি বিএনপির নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকেও শ্রদ্ধা জানান।
মোঃ খোরশেদ আলম বলেন, “১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল উচ্চাভিলাষী বিপথগামী সেনাসদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। সেই সময় তিনি ছিলেন মাত্র ৪৫ বছর বয়সে এক সফল রাষ্ট্রনায়ক। তাঁর মৃত্যুতে সমগ্র জাতি এক গভীর শোকের আবহে নিমজ্জিত হয়েছিল।”
তিনি আরও বলেন, “মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত শহীদ জিয়ার নামাজে জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে—জিয়াউর রহমান কতটা জনপ্রিয় ছিলেন। দেশপ্রেম, সততা, দৃঢ়তা ও কর্মনিষ্ঠার অনন্য উদাহরণ ছিলেন তিনি। মাত্র ৬ বছরে তিনি বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় যে সাফল্য দেখিয়েছেন, তা অনন্য। তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন।”
বিবৃতিতে তিনি শহীদ জিয়ার বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে বলেন, “মুক্তিযুদ্ধের সময় তিনি একটি সেক্টরের অধিনায়ক ছিলেন এবং বীরোত্তম খেতাব অর্জন করেন। একজন পেশাদার সৈনিক হিসেবে তাঁর দেশপ্রেম এবং নেতৃত্ব গুণে তিনি হয়ে ওঠেন জাতির শ্রদ্ধার পাত্র।”
বিবৃতির শেষাংশে মোঃ খোরশেদ আলম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।