নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ছাগলনাইয়ায় বিএসএফ কর্তৃক পুশইনকৃত ১৩ বাংলাদেশি নাগরিক উদ্ধার

নুর হোসেন, ফেনী।।

ফেনীর ছাগলনাইয়ায় বিএসএফ কর্তৃক পুশইনকৃত ১৩ বাংলাদেশি নাগরিক উদ্ধার

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক পুশইনের ঘটনায় ফেনীর ছাগলনাইয়ায় ১৩ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ছাগলনাইয়া বিওপির নিয়মিত টহলদল মথুয়া এলাকায় টহলকালীন পরিত্যক্ত একটি ঘরে তাদের দেখতে পায়।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পরিত্যক্ত ওই ঘরে সন্দেহজনকভাবে অবস্থানকারী ৪ পুরুষ, ৩ নারী ও ৬ শিশুকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়—ইটভাটায় কাজের উদ্দেশ্যে তারা বিভিন্ন সময়ে ভারতে গমন করেন। চলতি মাসের ৩০ মে রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ২১৯৪/৪-এস এলাকা দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ তাদের চোখ ও হাত বেঁধে সীমান্তে নিয়ে আসে। পরে চোখ ও হাতের বাঁধন খুলে সুকৌশলে বাংলাদেশ ভূখণ্ডে পুশইন করে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া, রাতের অন্ধকার এবং সীমান্ত এলাকার ভৌগলিক অবস্থান সম্পর্কে অপরিচিত থাকায় তারা মথুয়া এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে আশ্রয় নেয়।

উদ্ধারকৃত ব্যক্তিরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে দুটি পরিবারে ৫ জন করে সদস্য রয়েছে।

বিজিবি জানায়, আটককৃতদের সঠিক ঠিকানা নিশ্চিতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি, বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার পর বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফ কমান্ডারকে মৌখিকভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যাটালিয়ন অধিনায়ক লিখিত প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম গ্রহণ করেছেন।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ