নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

বাগাতিপাড়ায় বাছুর বিতরণ, গ্রহন করেননি অর্ধেক উপকারভোগীরা

ফজলুর রহমান,নাটোর।।

আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সারাদেশে বকনা বাছুর প্রদান করা হলেও নাটোরের বাগাতিপাড়ায় মানহীন ও রোগাক্রান্ত বাছুর প্রদানের ঘটনা ঘটেছে। এতে করে ওই বাছুর গ্রহণ না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে যার আদিবাসী ভুক্তভোগী।

তারা জানান, গতকাল রবিবার সকালে বাগাতিপাড়া প্রাণী সম্পদ অফিস থেকে তাদের মাঝে বকনা বাছুর বিতরণের কথা ছিল। সে মোতাবেক সকালে তারা ওই অফিসে আসলেও তাদেরকে বিকাল পর্যন্ত বসিয়ে রাখা হয়। পরে মানহীন ও রোগাক্রান্ত বাছুর দেখে তারা গ্রহণ না করে চারজন বাড়ি চলে যায়।

উপকারভোগীরা জানান সিডিউল অনুযায়ী তাদের প্রতিটি বাছুরের ওজন কমপক্ষে দুইমন হওয়ার কথা কিন্তু বাস্তবে তা তার অর্ধেকও না এমনকি রোগ আক্রান্ত।

বিষয়টি তারা অবহিত করে বাড়ি চলে গেলেন পরে অফিস থেকে দুই ব্যক্তি গিয়ে উপস্থিতির তালিকা নাম করে স্বাক্ষর নিয়ে আসেন। পরে আজ সোমবার বাছুর গ্রহণের জন্য নোটিশ প্রদান করেন এবং ২৪ ঘন্টার মধ্যে তা গ্রহণ না করলে অন্যদের প্রদান করা হবে মর্মে হুঁশিয়ারি দেওয়া হয়।

এতে তারা হতভাক হন ফলে আজ তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগীরা জানান, যেখানে সরকার তাদের স্বাবলম্বী করতে এমন উদ্যোগ নিয়েছে সেখানে এ ধরনের কাজ খুবই লজ্জা জনক।

তারা বলেন এতে করে তাদের ভাগ্যের উন্নয়ন তো দূরে থাক এই পশুকে চিকিৎসা করাতে তাদের যে ব্যয় করতে হবে সে টাকা তাদের কাছে নেই। এতে করে স্বাবলম্বী হওয়ার চেয়ে বিড়ম্বনায় পড়ার আশঙ্কা রয়েছে।

এতে করে তারা ক্ষতির স্বীকার হবেন। গরিব মানুষের সাথে এ ধরনের প্রতারণা ও ঠকবাজির বিচারও চান তাঁরা।
অভিযোগের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মিম তাবাসসুম বলেন,এ ব্যাপারে প্রানী সম্পদ কর্মকর্তা তাকে জানিয়েছেন যে উপকরণ ভোগীদের মাঝে কয়েকজন গরু নিতে অস্বীকৃতি জ্ঞাপন করছেন,উপকরণভোগীরা যে সকল অভিযোগ তুলে ধরেছেন সে ব্যাপারে প্রানীসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন তিনি।

এ ব্যাপারে প্রানী সম্পদ কর্মকর্তা আবু হায়দার জানান, যে অভিযোগটি করা হয়েছে সেটা মিথ্যা, বরং কাহারও ৫ তলা বাড়ি থাকলে সে পূনরায় ৬ তলা বাড়ির চিন্তা করবে,তারা বড়লোক তাদের আগ্রহ নেই, পছন্দ হয়নাই,ভালো লাগেনাই,এ কারনে আমরা পূনরায় মিটিং করে পরবর্তী নতুন সদস্য গরীব ব্যাক্তিদের দিয়েছি।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ