
মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ ব্যুরো।।
শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগান কে সামনে রেখে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে ১০ দিন ব্যাপি আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে বৃহস্পতিবার সমাপনি মৌলিক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেখা রানী বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা প্রশিক্ষিকা নাজনীন আক্তার, ইউনিয়ন দলনেতা আতিউর রহমান মিটুন, দলনেত্রী আমিনা খাতুন। প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুনাইদ আহমদ ও টুম্পা রানী।
১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণে ছেলেদের মধ্য থেকে প্রথম স্হান অর্জন করেন জুনাইদ আহমদ ও মেয়েদের মধ্যে তাহমিনা সুলতানা শাম্মী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষক মোঃ আবু সাইদ। আলোচনা পর্ব শেষে সকল প্রশিক্ষনার্থদের হাতে প্রশিক্ষণ সনদ ও বিজয়ী প্রশিক্ষনার্থীদের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।