নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ফেনীতে অপহরণ ও ছিনতাই: চারজন গ্রেপ্তার, অস্ত্র ও মোবাইল উদ্ধার

মুহাম্মদ মোশাররফ হোসাইন

ফেনীতে অপহরণ ও ছিনতাইয়ের পৃথক দুটি ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোন।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মে সন্ধ্যা ৭:৩০টার দিকে ফেনী সদরের স্টেশন রোডে বন্ধু দেখা করতে গিয়ে অপহরণের শিকার হন আরিফুল ইসলাম (৩৭)। অস্ত্রের মুখে তাকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয় বিরিঞ্চির একটি অজ্ঞাত স্থানে। সেখানে মারধর করে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং জোরপূর্বক আদায় করা হয় ১০০ ওমানি রিয়াল, নগদ ১৭ হাজার টাকা ও বিকাশে আরও ১০ হাজার টাকা।

পরদিন ২৭ মে দুপুর ১২টার দিকে একই চক্র বিরিঞ্চি রেলগেট এলাকায় নয়ন দাস (৩৪) নামের এক ব্যক্তির পথরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮০ হাজার টাকা মূল্যের একটি Samsung Galaxy Note 10 মোবাইল, ৪০ হাজার টাকার স্বর্ণের চেইন ও মানিব্যাগে থাকা নগদ টাকা ও কাগজপত্র ছিনিয়ে নেয়।

নয়ন দাস স্থানীয়দের সহায়তায় কিশোর কুমার বাবলুকে শনাক্ত করলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মাইনুদ্দিন (৩৫), কিশোর কুমার বাবলু (৪৫), আবদুল মমিন (৪২) ও জাহাঙ্গীর আলম (৫৮)। বাবলুর বাসা থেকে ছিনতাইকৃত মোবাইল, দুটি ছোরা, একটি চাপাতি ও হ্যান্ডক্যাপ বহনের একটি চামড়ার ব্যাগ উদ্ধার করা হয়।

উল্লেখিত ঘটনায় দুই ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে—মামলা নম্বর ৬৫ ও ৬৬, তারিখ ২৮ মে ২০২৫। মামলা গুলোতে দণ্ডবিধির ৩৯৪, ৩৬৫, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার অন্যান্য আলামত উদ্ধার ও জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ