
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের SOD- এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্মসচিব, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাহিদ সুলতানা মল্লিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা’র সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আল আমিন সরকার, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান, সমবায় কর্মকর্তা, কামরুজ্জামান চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঞা, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি প্রশাসকবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।