
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা :
“শিশু থেকে প্রবীণ- পুষ্টিকর খাবার সর্বজনীন ” প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে হাসপাতাল চত্বরে র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (স্বাস্থ্য গাঁথা) হল রুমে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাকেহা জাবিনের সঞ্চালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার সূচনা মনোহারা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।
এ সময় সভায় উপস্থিত থেকে বিভিন্ন খাদ্যে পুষ্টি ও সুস্থ শরীর গঠনের জন্য প্রয়োজনীয় খাদ্য গ্রহণ ও পরিহার্যের ব্যাপারে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,কৃষি অফিসার ভবসিন্ধু রায়, প্রানী সম্পদ কর্মকর্তা আবু হায়দার, মৎস কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান ,প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক ডাঃ খন্দকার মাহবুব জান্নাত।
উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার সূচনা মনোহারা বলেন,মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিংক ট্যাবলেট সরবরাহশিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।
সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকল উপজেলা পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা পৌঁছনো, এতিমখানা ও মাদ্রাসায় পুষ্টিকর খাবার প্রদান,স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহিতা, কৈশর ও প্রবীণ জনগোষ্টীর কাছে পুষ্টি বার্তা প্রদান এবং শিক্ষার্থীদের জন্যে পুষ্টি কুইজ প্রতিযোগিতা আয়োজন ও পুষ্টি সমন্বয় সভায় পুরষ্কার বিতরণ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র/ছাত্রী, ইসলামি ফাউন্ডেশনর প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় নেতা,ও স্থানীয় সাংবাদিকবৃন্দের মাঝে পুষ্টি সপ্তাহ ব্যাপি যে সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে তা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়।
আলোচনা সভা শেষে পুষ্টি বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।