নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

তালতলীতে শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

তালতলী (বরগুনা) সংবাদদাতা।।

বরগুনার তালতলী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. আল-আমিন হাওলাদারকে। সদস্য সচিব হয়েছেন মো. সিদ্দিকুর রহমান।

সোমবার (২৬ মে) সন্ধ্যায় জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. আমীর হোসেন। যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন সানু হাওলাদার, তামিম হোসেন রানা, ইব্রাহিম হাওলাদার, ইউসুফ হাওলাদার, মনির সিকদার, নাসির উদ্দিন পিন্টু মোল্লা, সাইদুল মীর ও আল-আমিন মল্লিক।

এ ছাড়া সদস্য হয়েছেন শাহ আলম, আফজাল হোসেন, নুর জামাল হোসেন ও জাহিদ তালুকদার।

সংগঠন সূত্রে জানা গেছে, আগামী ২৬ জুলাইয়ের মধ্যে ইউনিয়ন ইউনিট কমিটি গঠন এবং ২০ আগস্টের মধ্যে উপজেলা সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই আহ্বায়ক কমিটির কার্যকাল ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ