নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

বেপরোয়া বালুর ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্য গুরুতর আহত

নুর হোসেন, ফেনী

ফেনীর সোনাগাজী উপজেলার ১নং চরমজলিশপুর ইউনিয়নের মাওলানাপাড়া এলাকায় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনা সদস্য মো:সিরাজুল ইসলাম (৫২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ মে) সকাল ১০টা ২০ মিনিটে আনোয়ারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজুল ইসলাম মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। এসময় মাওলানাঘাট ব্রিজ দিক থেকে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক সরু রাস্তায় আসার সময় সাইড দিতে গিয়ে তিনি মোটরসাইকেলে হার্ড ব্রেক করেন। ফলে বাইকটি পিছলে ট্রাকের চাকায় আটকে যায়। তাৎক্ষণিক আত্মরক্ষায় তিনি বাইক থেকে লাফিয়ে পড়লেও তার ডান হাতের মাঝের হাড় ও কব্জির গঠন ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকের হেডলাইটে আঘাতে তার বুকের মাংস থেঁতলে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে এক্স-রে করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে দুই দিনের অবজারভেশনে রাখার নির্দেশ দিয়েছেন এবং একজন অর্থপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ইমাম উদ্দিন, আনোয়ার হোসেন, জাফর ও তানভীর,
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই  জানান, সরু রাস্তায় প্রতিদিনই দ্রুতগতির বালুবাহী ট্রাক চলাচল করায় সাধারণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং সাম্প্রতিক নতুন রাস্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী বালু মহলের কারণে এই সমস্যার সুষ্ঠু সমাধান মিলছে না

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ