
নিজস্ব সংবাদদাতা
শোকবাণী
২৬ মে ২০২৫: দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসাইনের বড় ছেলে শাফায়াত হোসাইন ইউশা’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেনে খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী ও সাধারণ সম্পাদক মাওলানা সানা উল্লাহ ।
প্রদত্ত এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, পৃথিবীতে সবচেয়ে কঠিক কাজ হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ, জনাব শাহাদাত হোসাইন এবং তার পরিবারকে মহান আল্লাহ এই শোক সইবার তাওফিক দান করুন, ধৈর্য ধারণের তাওফিক দান করুন, এবং মরহুম শাফায়াত হোসাইন ইউশা’র যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করুন।