নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ফেনীর ফুলগাজী-ছাগলনাইয়া সীমান্তে ৯৬ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ

নুর হোসেন, ফেনী।

ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৯৬ লাখ ৫০ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, রোববার (২৫ মে) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, সিগারেট, বিভিন্ন প্রকার ঔষধ, পান মশলা, ভারতীয় শাড়ি, ও ফেস ওয়াশসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬,৫০,৯০৯ টাকা।

জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় স্থানীয় কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় বিজিবি।

৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।”

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ