
নুর হোসেন, ফেনী।
আধুনিক বাংলাদেশ বিনির্মাণে স্বচ্ছ, দক্ষ ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ শুরু হয়েছে। জেলা প্রশাসন, ফেনীর আয়োজনে আজ ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত এই মেলা চলবে।
সকালে ফেনী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক সভাপতিত্ব করেন।
মেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো: বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও সুলতানা নাসরিন কান্তা। শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি ওমর ফারুক ও আব্দুল কাইয়ুম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, ইসলামী আন্দোলনের আজিজ উল্লাহ আহমেদ ও ইকরামুল হক ভূঁইয়া, জামায়াতের মুফতি আব্দুল হান্নান, বিএনপির আল্লালউদ্দিন আলাল প্রমুখ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ভূমি মেলার মাধ্যমে জনগণ এক জায়গায় দাঁড়িয়ে সব ধরনের সেবা গ্রহণের সুযোগ পাচ্ছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে চেক বিতরণ, স্টল পরিদর্শন এবং সরাসরি জনগণের জিজ্ঞাসার উত্তর প্রদান করা হয়।
ভূমি মেলা ২০২৫-এ গৃহীত কার্যক্রমের মধ্যে রয়েছে:
অনলাইন ভূমি সেবার জন্য রেজিস্ট্রেশন
ভূমি উন্নয়ন কর ও লিজ নবায়ন ফি আদায়
ই-নামজারি সেবা
ভূমি বিষয়ক কুইজ ও সচেতনতামূলক সভা
অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন
বই ও লিফলেট বিতরণ
সরাসরি প্রশ্নোত্তর পর্ব
মেলায় অংশগ্রহণকারীরা ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবাগুলো সহজে বুঝতে ও প্রয়োগে উৎসাহিত হচ্ছেন বলে জানান আয়োজকেরা।