
মো.মনিরুল আলম নারায়ণগঞ্জ।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় লাকী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িত একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ।
আজ রবিবার (২৫ মে) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে শনিবার (২৪ মে) রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০) ফতুল্লার ইদ্রাকপুর এলাকার জালাল ভান্ডারীর ছেলে। তিনি ওই গৃহবধূর স্বামী ছিলেন।
সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গত ১৯ মে বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ ফজলু মিয়ার বাড়িতে পারিবারিক কলহের জেরে শিপন তার স্ত্রী লাকী আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের ভেততে রেখে তালা লাগিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় গত ২৪ মে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
পিবিআই আরো জানান, মামলা দায়েরের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি শিপনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।
ওই গৃহবধূকে শিপন পরিকল্পিতভাবে হত্যা করেছেন মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাকে আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানানো হয়।