নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ফেনীতে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নুর হোসেন, ফেনী সংবাদদাতা :

ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২৪ মে ২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ডিবি পুলিশের বিশেষ ২ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সুপার জনাব হাবিবুর রহমানের সার্বক্ষণিক নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব সাইফুল ইসলামের তত্ত্বাবধান এবং ডিবির অফিসার ইনচার্জ জনাব মর্ম সিংহ ত্রিপুরার সরাসরি তদারকিতে এই অভিযান পরিচালিত হয়।

ডিবি সদস্য এসআই সাঈদ নুর, এসআই শাহাবুদ্দিন, এসআই নুর সোলেমান, এএসআই সরোয়ার, এএসআই নাছির উদ্দিন এবং কনস্টেবল মোশারফ ও জাহাঙ্গীর আলম অভিযানে অংশ নেন।

জানা গেছে, ঢাকাগামী বেঙ্গল পরিবহনের (নং- ঢাকা মেট্রো-ব-১৫-৫৯৫২) একটি বাসে তল্লাশির সময় সি-২ সিটে বসা শফিকুল ইসলাম ওরফে সাদ্দামের (পিতা: অজ্ঞাত) প্যান্টের ডান পকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ