
নুর হোসেন, ফেনী সংবাদদাতা।
ফেনী দাগনভূঞার ঐতিহ্যবাহী আতাতুর্ক স্কুল মার্কেটের ব্যবসায়িক পরিচালনা কমিটির নির্বাচন-২০২৫ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো নির্বাচনী প্রক্রিয়া প্রাণবন্ত হয়ে ওঠে।
নির্বাচনে সভাপতি পদে গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে কামাল উদ্দিন পাটোয়ারী বিজয়ী হন।
নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক এনায়েত উল্যাহ প্রিজাইডিং অফিসার হিসেবে এবং নির্বাচন কমিশনার ছিলেন মোঃ ঈসমাইল ও সহকারি ছিলেন মো. কামাল উদ্দিন। এছাড়া সার্বিক সহায়তা করেন স্কুলের শিক্ষকগন সহকারী পুলিং এজেন্ট হিসেবে সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।
নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন:সহ-সভাপতি: খাজা ওসমান ফারুক, সহ-সাধারণ সম্পাদক: মো. ইউসুফ নবী, কোষাধ্যক্ষ: মোঃ আবুল বাশার, প্রচার সম্পাদক: মোঃ আলা উদ্দিন, প্রথম তলার সদস্য: লুৎফুল্লাহিল মাজিদ, দ্বিতীয় তলার সদস্য: ওমর ফারুক, তৃতীয় ও ৪র্থ তলার সদস্য: ইকবাল হোসেন।
নবনির্বাচিত কমিটির মেয়াদ আগামী তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে। ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন নেতৃত্ব বাজারের সার্বিক উন্নয়ন, শৃংঙ্খলা ও ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিবেন। এ নির্বাচন দীর্ঘ বছর পর অনুষ্ঠিত হওয়ায় স্কুল ব্যবসায়ীদের মাঝে আনন্দময় পরিবেশ বিরাজ করছে।