নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মনির গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর।। 

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮০বোতল মদ সহ মাদক কারবারি মনির হোসেন (২৪)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শুক্রবার (২৩মে) দিবাগত রাতে উপজেলার উত্তর আন্ধারুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার বারোমারী উত্তর আন্ধারুপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)এর সুত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি ডিবি পুলিশের দল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে জনৈক সুলতান মিয়ার চায়ের দোকানের পাশে মনির হোসেনকে একটি বস্তায় ৮০ বোতল মদসহ হাতেনাতে আটক করে। পরে আটককৃত মনির হোসেন ডিবি পুলিশের কাছে জানায় যে, সে ওই মদগুলো ঢাকায় পাঁচারের উদ্দেশ্যে দুরপাল্লার গাড়ীর জন্য অপেক্ষা করছিলো।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) সালেমুজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় নালিতাড়ী থানায় ধৃত আসামীর বিরিদ্ধে মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ