
মোঃ তুষার, দাগনভূঞা সংবাদদাতা
ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ব্রিজের রেলিংয়ের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ব্রিজের ওপর উল্টে পড়ায় ওই সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
জানা গেছে, দাগনভূঞা মাইক্রো স্ট্যান্ডের বাচ্চু মালিকানাধীন গাড়িটি ২৪ মে রাত ২টার দিকে যাত্রী নিয়ে দাগনভূঞা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রী নামিয়ে ফেরার পথে ভোরের দিকে সিলোনিয়া বাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়, এবং চারজন আহত হয়
এ সময় স্থানীয় বাসিন্দা সামছুল হক জানান,আমরা ঘটনার শব্দ শুনেই ছুটে যাই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
অপর এক প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, হঠাৎ করেই গাড়িটি রেলিংয়ে ধাক্কা মারে। মনে হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশগ্রহণ করে এবং যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করে।