নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ফেনীর  ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ বাংলাদেশিকে পুশইন করলো ভারত।

নুর হোসেন, ফেনী সংবাদদাতা :

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ছাগলনাইয়ার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে এই পুশইনের ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক চারটার দিকে ছয়টি পরিবারের ২৪ জন সদস্যকে ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। তাঁরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

অন্যদিকে একইদিন ১০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কুমিল্লা জেলার ফুলগাজী সীমান্ত দিয়ে আরও ১৫ জন বাংলাদেশিকে পুশইন করা হয় বলে বিজিবি সূত্র জানিয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার একদিনেই মোট ৩৯ জন বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আসার সময় তাঁদের আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাঁদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিএসএফ প্রায়ই এভাবে বাংলাদেশিদের সীমান্তে পুশইন করে। বিষয়টি দুই দেশের মধ্যে কূটনৈতিকভাবে সমাধান হওয়া জরুরি।”

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ