নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

রূপগঞ্জের অবৈধ রিমঝিম আবাসনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

এস এম আবু কাউসার,  বিশেষ সংবাদদাতা

নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আলোচিত ও বিতর্কিত ‘রিমঝিম আবাসন’ প্রকল্পের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে কৃষিজমি দখল ও বালি ভরাট, পরিবেশ বিধি লঙ্ঘন, সরকারি খাল ও জমি দখলসহ একাধিক অভিযোগে অভিযুক্ত এই প্রকল্প দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মাঝে অসন্তোষের কারণ হয়ে উঠেছিল।
জানা গেছে, ‘রিমঝিম আবাসন’ কর্তৃপক্ষ অনুমোদন ছাড়াই কৃষিজমিতে বালু ভরাট করে প্লট বিক্রি করছে। একইসাথে তারা সাইনবোর্ড স্থাপন ও বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রকল্পটি এলাকার প্রাকৃতিক জলাধার ও সরকারি খালের ওপর নির্মিত হচ্ছে, যার ফলে জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে ভোলাব ইউনিয়নের চারিতালুক, হানকাটা, পুবেরগাও, গুতুলিয়া, করাটিয়াসহ একাধিক  ভুক্তভোগী জানান, ২০১৮ সালে এলাকাবাসী মহামান্য আদালতে আবেদন করলে, আদালত তাদের পক্ষে রায় দেন এবং রিমঝিম আবাসনের কৃষি জমিতে বালু ভরাট বন্ধের নির্দেশ দেন। পরবর্তীতে, ২০১৯ সালে ‘রিমঝিম আবাসন’-এর চেয়ারম্যান মো. অলিউর রহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করেন, তবে আপিল বিভাগ সেটি খারিজ করে দেয়। এতে প্রকল্পটি আইনিভাবে অবৈধ হিসেবে স্বীকৃত হয়।

স্থানীয়দের অভিযোগ, আদালতের রায় থাকা সত্ত্বেও রিমঝিম আবাসন কর্তৃপক্ষ একপ্রকার আইনের তোয়াক্কা না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে প্রশাসনের সাম্প্রতিক অভিযানকে স্বাগত জানিয়ে এলাকাবাসী প্রকল্পটির স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ