নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

কুলিয়ারচরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারী গ্রেফতার

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

আটককৃতরা হলেন, ভৈরব উপজেলার বাঘাইকান্দি গ্রামের মৃত মোহাজ উদ্দিনের ছেলে  কামাল মিয়া (৩৬), এবং একই উপজেলার শ্রীনগর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে আলমগীর মিয়া (৩২)।..
কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা ১০ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা ও একটি সিএনজিসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প।

বুধবার ২১ মে সকাল ৭ টার দিকে উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, ভৈরব উপজেলার বাঘাইকান্দি গ্রামের মৃত মোহাজ উদ্দিনের ছেলে  কামাল মিয়া (৩৬), এবং একই উপজেলার শ্রীনগর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে আলমগীর মিয়া (৩২)।

জানা যায়, সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল অানুমানিক ৭ঘটিকায় উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে চলাচলরত যানবাহনে তল্লাশী চালিয়ে ১ টি সিএনজিতে চালক ও যাত্রীবেশে থাকা মোঃ কামাল মিয়া (৩৬), পিতা-মৃত মোহাজ উদ্দিন, সাং-বাঘাইকান্দি, ২। মোঃ আলমগীর মিয়া (৩২), পিতা-মৃত আজহারুল ইসলাম, সাং-শ্রীনগর, উভয় থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২,৭৫,০০০/-(দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকা।

সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় কুলিয়ারচর থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ