
নিজস্ব সংবাদদাতা।
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের সেই শিশু আফরা হত্যাকাণ্ডের কথা কি এখনো মনে আছে?
যে নিষ্পাপ শিশুটিকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, কিন্তু আজও তার হত্যাকারীর বিচার হয়নি।
দীর্ঘদিন ধরে এই বিচারহীনতার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল তার বাবা। আদরের মেয়েকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। কষ্ট-দুঃখ আর হতাশার মধ্যেই আক্রান্ত হন টিউবারকুলোসিস (টিবি) রোগে। অবশেষে গত ১৭ মে রাত ৯টা ৩০ মিনিটের দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মেয়ের বিচারের আকুতি নিয়েই দুনিয়া থেকে চলে গেলেন এই বাবা। কিন্তু বিচার হলো না আফরার, হয়নি ধর্ষক স্বপনের শাস্তি।
এ ঘটনায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছে,
একজন ধর্ষণকারীর ফাঁসি কার্যকর করতে এত বছর সময় লাগে কেন? কত প্রমাণ দরকার আর?
স্থানীয়দের প্রশ্ন, এত বছরেও যখন ন্যায়বিচার মেলে না, তখন কি আমরা বলবো দেশে আইনের শাসন আছে?
উল্লেখ্য, শিশু আফরাকে পাশবিকভাবে হত্যা করে যে ঘটনা ঘটে, তা স্থানীয় ও জাতীয়ভাবে আলোড়ন তুলেছিল। কিন্তু সময়ের ব্যবধানে মামলাটি হারিয়ে যাচ্ছে বিচারপ্রক্রিয়ার জটিলতার আড়ালে।
এখন এলাকাবাসী ও মানবাধিকারকর্মীরা একটাই প্রশ্ন রাখছেন— আফরার হত্যাকারী কি আদৌ শাস্তি পাবে?