নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

দাগনভূঞায় কৃষকের গোয়ালঘরে হানা চোরচক্রের

মোঃ তুষার,দাগনভূঞা সংবাদদাতা।

ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামে গভীর রাতে গোয়ালঘরে হানা দিয়ে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরচক্র।
চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

ভুক্তভোগী নুরুল আলম (৭০), পিতা মৃত বদিউজ্জামান, দক্ষিণ করিমপুর (ফকির মৌলভী সাহেবের বাড়ি), ৬ নম্বর সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি জানান,
বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ির গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা আমার সব গরু নিয়ে গেছে। ফজরের নামাজের পর দেখি গোয়ালঘর ফাঁকা।

চুরি যাওয়া গরুর বিবরণ:
১টি সাদা-কালো পিজিয়ান জাতের গাভী । ২টি লাল রঙের আবাল গরু। ১টি কালো রঙের গাভী১টি কালো রঙের বাছুর

চুরির পর আশপাশে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে নুরুল আলম দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, গরুগুলোর বাজারমূল্য আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকা, যা একজন কৃষকের জন্য বিশাল ক্ষতি।

এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এই এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে দাগনভূঞা থানার একজন কর্মকর্তা জানান,অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ